Saturday, July 28, 2012

Photoshop এ তৈরী করুন প্রফেশনাল ব্যানার

Professional Banner Photoshop এ তৈরী করুন প্রফেশনাল ব্যানার
Step —1
প্রথমে 500×300 pixels সাইজের সাদা কালারের নতুন ডকুমেন্ট নিন।
step 1 Photoshop এ তৈরী করুন প্রফেশনাল ব্যানার
Step —2
এবার লেয়ার প্যাটান থেকে Create A New Layer ক্লিক করুন এবং  Rectangle Tool  সিলেক্ট করুন। Radius: 5 px  color = 6d9e1e সেট করুন। নিচির মত ড্র করুন।
step 2 Photoshop এ তৈরী করুন প্রফেশনাল ব্যানার
Step —3
লেয়ার প্যাটান এ Add a Layer Style  থেকে  Gradient Overlay  ক্লিক করুন । Blend Mode = Soft Light , Opacity = 73% , Reverse এ ক্লিক করুন।
step 3 Photoshop এ তৈরী করুন প্রফেশনাল ব্যানার
Step —4
এবার উপরের ডিজাইন করার পালা। Ctrl + left click করুন Layer1 এ। Rectangular Marquee Tool  সিলেক্ট করুন। এর পর Alt কী চেপে উপরে ড্রক করুন। এবং Delete করুন।  
step 4 Photoshop এ তৈরী করুন প্রফেশনাল ব্যানার
Step —5
লেয়ার প্যাটান থেকে Create A New Layer ক্লিক করুন। Paint Bucket Tool দিয়ে সিলেক্ট কৃত অংশে ফিল করুন।  সিলেকশন বাতিল করার জন্য Ctrl+D কমান্ড দিন।
step 5 Photoshop এ তৈরী করুন প্রফেশনাল ব্যানার
Step —6
এবার  banner_alarm.pngDownload  ) ফাইলটা ওপেন করুন। Ctrl+T  কমান্ড ব্যবহার করে ইমেজকে বড় ছোট করতে পারেন।
step 6 Photoshop এ তৈরী করুন প্রফেশনাল ব্যানার
Step —7
Horizontal Type Tool  সিলেক্ট করুন। TechTweets Hot News !!!  টাইপ করুন।
step 7 Photoshop এ তৈরী করুন প্রফেশনাল ব্যানার
Step —8
লেয়ার প্যাটান থেকে Create A New Layer ক্লিক করুন। Custom Shape Tool  সিলেক্ট করে Shape = Sun1 সিলেক্ট করুন।
step 8 Photoshop এ তৈরী করুন প্রফেশনাল ব্যানার
Step —9
Custom Shape Tool  দিয়ে নিচের মত ড্র করুন।
step 9 Photoshop এ তৈরী করুন প্রফেশনাল ব্যানার
Step —10
Layer4 সিলেক্ট থাকা অবস্থায় , Layer1 এ Ctrl+ left click  করুন। এবং Ctrl+Shift+I কমান্ড দিন। Delete কী প্রেস করুন।
step 10 Photoshop এ তৈরী করুন প্রফেশনাল ব্যানার
Step —11
সিলেকশন বাতিল করার জন্য Ctrl+D কমান্ড দিন। layer mode = Soft Light , opacity = 20%. সেট করুন।
step 11 Photoshop এ তৈরী করুন প্রফেশনাল ব্যানার
Step —12
Horizontal Type Tool সিলেক্ট করুন এবং We Offer :- Nice and Excellent WorkShop লিখুন।
step 12 Photoshop এ তৈরী করুন প্রফেশনাল ব্যানার
Step —13
এখন আর একটু ডিজাইন করি, লেয়ার প্যাটান থেকে Create A New Layer ক্লিক করুন। Rounded Rectangle Tool সিলেক্ট করুন । Radius: 2 px , color = 69990d সেট করুন।
step 13 Photoshop এ তৈরী করুন প্রফেশনাল ব্যানার
Step —14
Horizontal Type Tool সিলেক্ট করুন । To Know Moor Just Click Me লিখুন।
step 14 Photoshop এ তৈরী করুন প্রফেশনাল ব্যানার
তো আরকি হয়েগেল প্রফেশনাল ব্যানার তৈরী

No comments:

Post a Comment