Saturday, September 8, 2012

Banglalink ব্যবহারকারিদের জন্য কিছু শর্টকাট কোড

বাংলালিক ব্যাবহারকারি বন্ধুদের জন্য
                                         
কোডসমূহঃ

BANGLALINK TOP U.S.S.D1. Check Own Number: *511#
2. Check Current Package: *125#
3. Banglalink Advance: *874#
4. GPRS Data Check: *222*3#
5. GPRS Deactivation: *222*2#
6. Call Me Back: *126*Number#
7. Call Waiting Activation: *43#
8. Call Waiting Deactivation: #43#
9. MCA Out of Reach: **62*622#
10. Power Menu: *789#
11. USSD Alert Service: *234#
12. Prize Point Check: *567*1 # OR*720*1#
13. 100SMS Activation: *222*8#
14. 100SMS Deactivation:*222*9#
15. 500SMS Activation: *132*1#
16. 45paisa/min Activation:*166*4*1#
17. Banglalink Emergency: *321#
18. VMS Activation: **21*770#
19. Dial Up Number: *99***1#
20. Bill Pay Service: *777#
21. Mobile Train Ticket: *131#
22. Jobs Link (New): *108*1#
23. Bibaho Link (New): *108*2#
24. Call Divert Activation:**21*Number#
25. Call Divert Deactivation:##002#

একটি পেন ড্রাইভ দিয়েই সেট আপ দিন Windows xp Windows 7

প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে extract করুন। এখানে ২ টি ফাইল পাবেন boot file, win set up file. win set up file  ক্লিক করুন নিচের মত আসবে
 (সফটওয়্যার টি ডাউনলোড লিন্ক নিচে দেওয়া হল)


পেন ড্রাইভ আইকন এর ওপর ক্লিক করুন । তারপর RMPrepUSB তে ক্লিক করুন

ক্লিক করার পর আর একটি অপশন আসবে এমন হবে দেখতে

তারপর 6 prepare Drive এ ক্লিক করুন । তারপর আপনার পেন ড্রাইভ অটোমেটিক ফরম্যাট হবে আর ফরম্যাট হলে মেসেজ আসবে ফরম্যাট complete . তারপর Exit দিয়ে বের হন । Winsetup from USB 0.2.3 মেনু টি খুলুন এবং brows button  এ ক্লিক করে আপনার সিডি রম থেকে এক্সপি সিডি টি দেখিয়ে দিন


লাল চিহ্নিত লেখা গুলু দেখুন।  তারপর GO বাটন এ ক্লিক করুন দেখবেন আপনার পেন ড্রাইভ এ ডাটা কপি শুরু হয়ে গেছে
২০-২৫ মিনিট অপেক্ষা করুন তারপর একটা মেসেজ আসবে যে পেন ড্রাইভ খুলবেন না পরবর্তী windows 7 আপনার সিডি ড্রাইভ এ প্রবেশ করুন। তারপর

নিচের লাল চিহ্নিত স্থান এ ক্লিক করে আপনার সিডি ড্রাইভ থেকে  উইন্ডোজ ৭ এর সিডি টি দেখিয়ে দিন আবার আগের মত কপি হবে ডাটা গুলে সাবধান পেন ড্রাইভ খুলবেন না যে পজন্ত না DONE Message টি আসবে। DONE Message টি আসলে বজবেন আপনার কাজ শেষ। তারপর  BOOT FILES এ ২ টি ফাইল আছে সেগুলু কপি করে পেন ড্রাইভ এ দিয়ে দিন ব্যাস আপনার কাজ শেষ। এখন পেন ড্রাইভ থেকে ইন্সটল শুরু করুন। মনে রাখবেন BIOS  এ অবশ্যই পেন ড্রাইভ মুড থাকতে হবে। যারা নতুন তারা হয়ত সমস্যায় পরতে পারেন ।  BIOS এ দারনা না থাকলে এই কাজ টি করবেন না।
এখানে মনে রাখতে হবে আপনার ৮ জিবি পেন ড্রাইভ দরকার হবে।
সফটওয়্যার টি ডাউনলোড এখান থেকে  http://www.softinfobd.com/software/winset%20up.rar