Monday, August 27, 2012

কী করে এই লোডশেডিং এর যুগে লেটেস্ট মুভি/লেটেস্ট গেইমস সফটওয়্যার দুনিয়ার সবচেয়ে সহজ উপায়ে ডাউনলোড করবেন?

এই মিশনের টার্গেট ২টা। ১) লোডশেডিং এর মাঝেও বড় বড় ফাইল ডাউনলোড ২) লেটেস্ট মুভি/গেইমস খুঁজে পাওয়া ও ডাউনলোড।
প্রিপারেশন স্টেপঃ
প্রথমেই দরকার একটা টরেন্ট ক্লায়েন্ট। মিউটরেন্ট, বিটটরেন্ট ইত্যাদি পিসিতে ইন্সটল করা থাকলে দ্রুত আনইন্সটল করুন। কারণ এগুলো অনেক স্লো ডাউনলোডের জন্য। আমার রিকমেন্ড হচ্ছে ভুজ কিংবা বিটকমেট। এই দুইটাই স্পিডের ক্ষেত্রে সেরা।
১) http://www.thepiratebay.se তে যান। এইটা একটা চরম সাইট। আমেরিকা পাগলের মত এর মালিককে খুজতেছে। কিন্তু কোন লাভ হয় নাই। ওদের সার্ভার বন্ধ করার এমন কোন চেষ্টা নাই যে করা হয় নাই। কিন্তু ওদের দুইটা সার্ভারের একটা আটলান্টিক মহাসাগরের নিচে অজ্ঞাত স্থানে। আরেকটা ছোট ড্রোন প্লেন দিয়ে কোন দেশের আকাশে যেন উড়তেছে। আর সাধারণ ভাড়া করা সার্ভার ত আছেই !

২) সাইটে যান। আর সার্চ দেন। যা খুঁজতেছেন সেটা কোন ক্যাটাগরিতে পরে তা টিক চিহ্ন দিয়ে নিলে সুবিধা।

৩) হায় হায়! আপনি ত লেটেস্ট মুভির নাম জানেন না। তাইলে? ভয় পাবেন না। ভাল মত দেখেন সার্চ বক্সের আশে পাশে। লেখা আছে Top 100। গত ৪৮ ঘণ্টায় সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে যেগুলা তার লিস্ট। সেখানে একবারে সব ক্যাটেগরির টপ চার্ট পাবেন আবার আলাদা আলাদা ক্যাটেগরি অনুযায়ীও খুঁজে পাবেন। সেখানেই লেটেস্ট মুভি, মোবাইলের গেমস খুঁজে পাবেন।

এরকম আরো কিছু টরেন্ট সাইট আছে। যেমন www.torrentz.com এটা বেশ ভাল একটা টরেন্ট সাইট। এটি ১২-১৩ টি সাইট খুজে বের করে দেয়।
www.kickasstorrents.com এটাও মোটামুটি বিখ্যাত আর ভাল একটা সাইট। আরো কিছু সাইট হচ্ছে-
www.fenopu.eu / www.h33t.com / www.extratorrents.com ইত্যাদি।
৪) এরপর দেখেন ট্রিকস। এইখানে নাম আর আপলোডের তারিখ অনুযায়ী সাজানো আছে। কিন্তু এক পাশে SE মানে Seeds এর সংখ্যা দেয়া। ঐটার উপরে ক্লিক করেন। তাহলে যেই ফাইলগুলার সিড সবচেয়ে বেশি সেগুলা উপরে চলে আসবে।
সিড এটাই প্রমাণ করে যে এই ফাইল বিশ্বাসযোগ্য। আরেকটা দেখার বিষয় আছে সেটা হচ্ছে লিচার। এমন ফাইল ডাউনলোড করবেন যার লিচারের চেয়ে সিডার বেশি।
৫) উপরের চার পাঁচটা লিংক Open in new tab বা মাউসের চাকার উপর ক্লিক দিয়ে নতুন ট্যাবে খুলুন। এবার দেখেন নিচে প্রচুর কমেন্ট আছে। অন্তত ২-১ টা কমেন্টে চোখ বুলান। সন্দেহজনক কিছু থাকলে টের পাবেন। মুভি টরেন্টের ক্ষেত্রে কমেন্টে যারা ডাউনলোড করেছে তারা দেখবেন অডিও/ভিডিও রেটিং দিয়েছে। ওইটা দেখলেও উপকৃত হবেন।
গেম ডাউনলোডের ক্ষেত্রে কমেন্ট দেখা অত্যন্ত জরুরী। অনেক গেমই কাজ করে না। গেম এ ভাইরাস থাকতে পারে…কাজ না করতে পারে। সেক্ষেত্রে কমেন্টে আপনার সলুশান পাওয়ার সম্ভাবনা ৬০%।
৬) এখন সবকিছু মিলিয়ে (সিড আর অল্প বিস্তর ক্ষেত্রে কমেন্ট) যেটা সবচেয়ে ভালো লাগলো, সেই লিংকের নিচে সবুজ অক্ষরে Get This Torrent লেখা। আমি যেই স্ক্রিনশট দিলাম, আমার ব্রাউজারে এডব্লকার ইন্সটল করা। তাই এড দেখাচ্ছেনা। নইলে এড ব্যানারে ডাউনলোড নাউ টাইপ কথা থাকতে পারে। যাক, সেগুলায় ক্লিক মারবেন না। আমি যেখানে দেখাইছি, ওখানে মাউসের রাইট ক্লিক দিবেন। Context Menu থেকে Copy link address এ ক্লিক করবেন।

৭) এখন চলে আসি টরেন্ট ক্লায়েন্টে । বিট কমেট কিংবা ভুজ নামিয়ে ইন্সটল করে ফেলেন। এখন হালকা কিছু সেটিং লাগবে। তার আগে বিটকমেটের কিছু স্পেশালিটি বলে নেই।ডাউনলোড লিংকঃ www.bitcomet.com
আর ভুজ টা www.vuze.com থেকে নামাতে পারবেন।
ধরেন একটা ফাইল নামাবেন। সেটা জিপ করা। কিন্তু আপনি আগেই দেখতে চান যে ভিতরে কী কী আছে ! বিট কমেট আপনাকে অটো সেটা দেখাতে পারবে। এরমধ্যে নির্দিষ্ট কয়েকটা টিক দিয়ে সে কয়টা নামাবেন। একটা মুভির স্যাম্পল হিসেবে অল্প কয়েক মেগাবাইট নামিয়ে উপরে প্রিভিউ বাটনে চাপ দিলে ঐ মুভিটা দেখতে পারবেন। তখন বুঝতে পারবেন যে প্রিন্ট কেমন !
ভুজের সাথে এর যা একটু তুলনা। বাকিগুলার চেয়ে বহু উপরে।
৮ ) বিট কমেটের একটু সেটিং করা লাগে। উপরের বারে লেখা আছে Tools. এখানে ক্লিক করে options এ যান। অপশনসের উইন্ডো ওপেন হবে।ওখানে ডান দিকের চার্ট থেকে প্রথমেই পাবেন Connection। সেটার ভিতরের সেটিংসে । এখানে ম্যাক্স আপলোড রেট ০ বা আনলিমিটেড দেয়া থাকে। আমি সর্বনিন্ম(সিস্টেমে যা সাপোর্ট করে) ১০ কেবিপিএস দেই।
৯) এরপরে Directories এ যান। যেখানে ফাইলগুলা সেইভ করতে চান, সেই ফোল্ডার সিলেক্ট করে দিন।
১০) এরপর Integration থেকে হুবহু আমার দেয়া স্ক্রিনশটের মত করে নিন। বিশেষ করে উপরের দিকের ৪টা বক্সে টিক চিহ্ন দিতে ভুলবেন না।

১১) ওকে দিয়ে সেইভ করে পিসি রিস্টার্ট দেন।
১২) সেই স্টেপ ৬ এ আসেন। ঐভাবে লিংকটা কপি করেন। আর কী লাগে, দেখবেন বিট কমেটে একটা পপ আপ মেন্যু আসছে। সেখান থেকে সিলেক্ট করেন কী কী ফাইল ডাউনলোড করতে চান। ব্যাস, ওকে দিলেই খেলা শুরু।
আর ভুজ থাকলে জাস্ট Get this Torrent এ ক্লিক করেন…ভুজ আপনা আপনি .torrent ফাইলটা নামিয়ে ডাউনলোড শুরু করে দিবে।
১৩) উপরের স্টেপগুলো ফলো করলে। বিট কমেটের সেটিংস আমার মত করে নিলে কম্পুটার অন হলেই বিট কমেট/ভুজ দিয়ে ডাউনলোড শুরু হবে। কিন্তু আপনি ব্রাউজিং এর জন্য কম্পুটার ব্যবহার করবেন। তখন? সিম্পল। ডেস্কটপ স্ক্রিনে ডানদিকে নিচে যেখানে টাইম দেখায় তার আশেপাশে ভিতরেই বিটকমেটের/ভুজের আইকন আছে। সেখানে রাইট ক্লিক করে এক্সিট এ চাপ দেন। অথবা আরেকটা উপায় আছে ডাউনলোড স্পিড লিমিট করে রাখা যায়। ৫-১০ কেবি দিলেই আপনি আরামে ব্রাউজ করতে পারবেন।
১৪) এবার আসা যাক সর্বশেষ ধাপে। রিস্টার্ট দেন কম্পুটার। যখন কম্পুটার বুট হবে তার আগে F2 / Delete /Esc / মানে BIOS আনতে আপনার পিসিতে যা চাপা লাগে তাই চাপেন।
এখানেই একটা মূল জিনিস শেখানো হবে। কিভাবে কারেন্ট চলে গেলে…কারেন্ট আসার পরে আবার আপনা আপনি কম্পু অন হবে। আর ভুজ/বিটকমেটের জন্য কম্পু অন হলেই আপনা আপনি ডাউনলোডিং শুরু হবে।
আগে বলি এই স্টেপের উদ্দেশ্যঃ কম্পুটার চলা অবস্থায় কারেন্ট গেলে(পিসি অফ হয়ে গেলে) যখন কারেন্ট আসবে তখন অটো অন হয়ে যাবে। আবার কম্পুটার বন্ধ অবস্থায় কারেন্ট গেলে, আবার কারেন্ট আসলেও কম্পুটার অন হবে না।
BIOS এ আসলে ভয়ের কারণ নাই। আমি আছি না ! তবে, একেকজনের মাদারবোর্ডের মডেলের একেকরকম ইন্টারফেস। তাই আমি একটা জেনারেল আইডিয়া দিচ্ছি। ভালমত উপরের বার টা দেখেন। একটা ট্যাব থাকবে যার নাম Power। সেটার ভিতরে ঢুকেন। সেখানে একটা অপশনে থাকবে Restore on AC Power Loss অথবা After AC power failure। মানে হচ্ছে, যদি আপনার পাওয়ার চলে যায়, তাহলে কম্পু কী করবে?
উত্তর হিসেবে Power On বা Power off বা Remember যেটাই থাকুক আপনি “রিমেম্বার” এ নিয়ে আসবেন।
তো কম্পুটার যখন অন হবে, তখন উইন্ডোজ আসবে। উইন্ডোজ আসলে অটো আপনার মডেম কানেক্ট হবে । ভুজ/বিটকমেট চালু হবে…ডাউনলোডিং চালু হবে। এখন সকাল বেলা ডাউনলোড দিয়ে অফিসে চলে যান। কলেজ যান। এসে দেখবেন ডাউনলোড শেষ। অথবা রাতে দিয়ে ঘুমান। যতই কারেন্ট যাক, দেখবেন সকালে গরম গরম মুভি /গেমস রেডি ।
কাজ শেষ। কম্পুটার নিজেই এখন মনে রাখবে যে কারেন্ট যাওয়ার সময় এটা অন ছিলো নাকি অফ ছিলো।
অনেকেই বলেন যে টরেন্ট এখন পুরান জিনিস…এখন সবকিছু ডাইরেক্ট ডাউনলোডের যুগ…কিন্তু আমাদের দেশে কারেন্টের যে অবস্থা তাতে ডাইরেক্ট একশান নেয়ার ইচ্ছা থাকলেও সবসময় নেয়া যায় না। আমাদের জন্য টরেন্টই ভরসা। টরেন্ট ফাইল নামানোর জন্যwww.zbigz.com মোটামুটি নির্ভরযোগ্য সাইট বর্তমানে। কারেন্টের প্রবলেম না থাকলে আমিও এটা ইউজ করি।

Sunday, August 12, 2012

PHOTOSHOP দিয়ে গায়ের রং ফর্সা করুন

আমরা দেখবো কিভাবে কোন ছবিতে গায়ের রঙ আরো সুন্দর ও উজ্জ্বল করা যায় । প্রথমে ছবিটা open করুন ।
01 PHOTOSHOP দিয়ে গায়ের রং ফর্সা করুন ...
এরপর মুখমন্ডলটি zoom করে সিলেক্ট করুন । এতে কাজে সুবিধা হবে । এবার Image-> adjustment -> level কমান্ড দিন। একটি বক্স আসবে ।16 899x645 PHOTOSHOP দিয়ে গায়ের রং ফর্সা করুন ...
উপরে প্রদর্শিত এই বক্সের মাধ্যমে আপনি ছবিটি উজ্জ্বলতা পরিবর্তন করতে পারেন। এখানে যে গ্রাফ দেখা যাচ্ছে তার নিচে তিনটি স্লাইডার আছে। এদের স্লাইড করে আপনি আপনার ছবির মুখের উজ্জ্বলতা পরিবর্তন করতে পারেন। তিনটি স্লাইডার দ্বারা পরিবর্তিত মান গ্রাফটির উপরে input level এর পাশের বক্সে দেখা যাবে। আমি উপরের মত মান নির্ধারণ করলাম, আপনারাও সামঞ্জস্য পূর্ণ মান দিন। ফলে আমার ছবিটা কিছুটা উজ্জ্বল হয়েছে ।
এখন আবার image -> adjustment ->curve কমান্ড দিয়ে নিয়ে  বক্স আনুন। এতেও মান চেঞ্জ করে ছবির উজ্জ্বলতার তারতম্য করতে পারেন ।
এরপর image -> adjustment ->shadow/highlight কমান্ড দিন। একটি বক্স আসবে। এই বক্সে সামঞ্জস্যপূর্ণ কোন মান দিন।
33 899x537 PHOTOSHOP দিয়ে গায়ের রং ফর্সা করুন ...
দেখুন আমার ছবিটি অনেক উজ্জ্বল হয়ে গেছে । আপনি যখন কোন ছবি edit করবেন তখন নিজের ইচ্ছামত মান দিন আমার সাথে মিল রাখার দরকার নাই ।
এখন image -> adjustment ->photo filter কমান্ড দিয়ে নিচের মত বক্স আনুন।
42 PHOTOSHOP দিয়ে গায়ের রং ফর্সা করুন ...
এখানে edit করে নিয়ে ছবিকে আরও উজ্জ্বল করতে পারবেন । আমি এটি use করিনি । আপনি চাইলে use করতে পারেন ।
শেষে layer mode চেঞ্জ করে দিয়ে screen করে দিন । সেক্ষেত্রে opacity এর মান কমিয়ে দিতে হবে, নিচে দেখুন।
51 PHOTOSHOP দিয়ে গায়ের রং ফর্সা করুন ...
সব করার পর আমার নিচের মত ছবি আসল ।
LAST 899x561 PHOTOSHOP দিয়ে গায়ের রং ফর্সা করুন ...
গায়ের রং টা আমি ইচ্ছা করে কালো রাখছি যাতে পার্থক্য বোঝা যায় । কি মনে হয় ফর্সা হইছে …

সহজে পায়জা (Alertpay) তে একাউন্ট খোলা এবং Verification করার নিয়ম : একটি বিশ্বস্ত অনলাইন ব্যাংক

কিভাবে পায়জা একাউন্ট করবেন :

#  প্রথমে এই লিঙ্ক এ ক্লিক করুন 

#  তারপর Sign Up  Now  তে ক্লিক করুন

#  Personal  Pro তে সিলেক্ট করুন

#  ফর্ম টি সঠিক ভাবে ফিল আপ করে Next  Step এ ক্লিক করুন

#  সেকন্ড স্টেপ  এ  আপনি আপনার Email ,  address  , Password , Transaction Pin (যা  ডলার সেন্ড করতে দরকার হবে)  এবং Security Question  সিলেক্ট করে আনসার লিখে Final Step  এ ক্লিক করতে হবে.

#  তারপর যে ইমেল দিয়ে Registration করলেন সেই ইমেল এর লগিন করে ইনবক্স  এ গিয়ে  আপনার Payza Account  Validation  করতে হবে.

#  আপনার কাজ শেষ

কিভাবে পায়জা একাউন্ট ভেরিফিকেশন করবেন :

যা যা প্রয়োজন :

Document Validation পদ্ধতি ব্যাবহার করে একাউন্ট ভেরিফাই করতে গেলে যা যা লাগবে :
#  আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি ।
#  আপনার এক মাসের ব্যাংক স্টেটমেন্ট ( সর্বচ্চো ছয় মাসের পুরোনো )
#  আর আপনি যদি Photo ID Validation পদ্ধতি ব্যাবহার করে একাউন্ট ভেরিফাই করতে চাই তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের দরকার হবে । উল্লেখ্য যে Photo ID Validation পদ্ধতিতে ব্যাংক স্টেটমেন্টের কোনো প্রয়োজন নেই ।

চলুন দেখা যাক কিভাবে ভেরিফাই করবেন আপনার পেজ একাউন্ট :

# আপনার পেজা একাউন্টে লগইন করে নিচের ছবিতে দেখানো অংশে ক্লিক করুন ।

sshot 1 300x107 সহজে পায়জা (Alertpay) তে একাউন্ট খোলা এবং Verification করার নিয়ম : একটি বিশ্বস্ত অনলাইন ব্যাংক

#  নিচের ছবির মত পেজ আসবে । এখান থেকে আপনার পছন্দের অপশনটি বেছে নিন । আমি Document Validation অপশনটি বেছে নিলাম ।

sshot 2 300x190 সহজে পায়জা (Alertpay) তে একাউন্ট খোলা এবং Verification করার নিয়ম : একটি বিশ্বস্ত অনলাইন ব্যাংক
#  Photo ID অপশন থেকে যেকোনো একটি অপশন বেছে নিন এবং Choose File থেকে আপনার ডকুমেন্টের স্ক্যান কপিটি সিলেক্ট করুন । এবার তার নিচে Bank Document এর নিচে Bank Statement এ টিক চিহ্ন দিয়ে ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপিটি সিলেক্ট করে দিন ।
sshot 3 300x271 সহজে পায়জা (Alertpay) তে একাউন্ট খোলা এবং Verification করার নিয়ম : একটি বিশ্বস্ত অনলাইন ব্যাংক
#  সবকিছু ঠিক থাকলে Next চাপুন ।
#  আপনার আপলোড করা ডকুমেন্টের প্রিভিউ দেখতে পাবেন ।
sshot 4 172x300 সহজে পায়জা (Alertpay) তে একাউন্ট খোলা এবং Verification করার নিয়ম : একটি বিশ্বস্ত অনলাইন ব্যাংক
#  সবকিছু ঠিক থাকলে সেন্ড অপশনে ক্লিক করে আপনার রিকোয়েস্টটি সেন্ড করুন ।

এবার দেখা যাক কিভাবে Photo ID Validation পদ্ধতিতে ভেরিফাই করবেন ঃ-
#   দ্বিতীয় ছবিতে দেখানো যায়গায় Photo ID Validation অপশন সিলেক্ট করুন । নিচের মত পেজ পাবেন ।
sshot 5 300x266 সহজে পায়জা (Alertpay) তে একাউন্ট খোলা এবং Verification করার নিয়ম : একটি বিশ্বস্ত অনলাইন ব্যাংক
#  Photo ID থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ড , পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপিটি সিলেক্ট করে Next চাপুন ।
#   আপনার আপলোড করা ডকুমেন্টের প্রিভিউ দেখতে পাবেন ।
sshot 6 224x300 সহজে পায়জা (Alertpay) তে একাউন্ট খোলা এবং Verification করার নিয়ম : একটি বিশ্বস্ত অনলাইন ব্যাংক
#  সবকিছু ঠিক থাকলে Send অপশনে ক্লিক করে রিকোয়েস্ট সেন্ড করুন ।

#  ভেরিফিকেশন রিকোয়েস্ট দেবার 2-3 দিনের মাঝেই পেজা থেকে রিপ্লাই পাবেন । আপনার আপলোড করা ডকুমেন্ট যদি সঠিক হয় তাহলে পেজা আপনার একাউন্ট ভেরিফাই করে দেবে ।
sshot 7 300x197 সহজে পায়জা (Alertpay) তে একাউন্ট খোলা এবং Verification করার নিয়ম : একটি বিশ্বস্ত অনলাইন ব্যাংক

#  তবে যদি আপনার ভেরিফিকেশন রিকোয়েস্ট একসেপ্ট করা না হয় তাহলে পেজা থেকে আপনাকে জানিয়ে দেয়া হবে কি কারনে আপনার রিকোয়েস্ট একসেপ্ট কয়ার সম্ভব হয়নি ।

একাউন্ট ভেরিফাই করার রিকোয়েস্ট একসেপ্ট না হবার কিছু কারন :-


1.আপনার সাবমিট করা ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি অস্পষ্ট হলে ।
2. আপনার ব্যাংক স্টেটমেন্টে দেয়া নাম বা ঠিকানার সাথে যদি আপনার পেজা একাউন্টের নাম বা ঠিকানা না মেলে ।
3. আপনার সাবমিট করা ডকুমেন্ট ব্রোকেন হলে ।

Thursday, August 9, 2012

প্রয়োজনীয় ব্লগ লিংক, সফটওয়্যার ডাউনলোড লিংক, ড্রাইভার ডাউনলোড লিংক, গেম ডাউনলোড লিংক, মুভি গেম ডাউনলোড লিংক, বিভিন্ন প্রয়জনিয় সাইট লিংক (এক কথাই যার যা লাগবে সব লিংক)

প্রয়োজনীয় ব্লগ লিংক, সফটওয়্যার ডাউনলোড লিংক, ড্রাইভার ডাউনলোড লিংক, গেম ডাউনলোড লিংক, মুভি গেম ডাউনলোড লিংক, বিভিন্ন প্রয়োজনীয় সাইট লিংক (এক কথাই যার যা লাগবে সব লিংক)


Blog Link:



অন্য সব লিংক


প্রোগ্রামিং শিখার জন্য কিছু প্রয়োজনীয় বাংলা ওয়েবসাইট

বাংলায় কয়েকটি প্রোগ্রামিং টিউটোরিয়াল সাইট দিলাম। বিশেষ করে  cpbook.subeen.com সাইটটি নতুনদের জন্য,এমনকি স্কুলছাত্রদের জন্যও খুব ভালো হবে বলেই মনে হয়।
http://cpbook.subeen.com/
http://jontrogonok.com/
http://hukush-pakush.appspot.com/
http://www.acmsolver.org/bangla/
http://safaetplanet.com/planetcoding/
কার্নিঙ্ঘান এন্ড রিচির অনুশীলনির সমাধান আছে নিচের লিঙ্কে।দয়া করে সবসময় প্রথমে নিজে চেষ্টা করবেন।না পারলে সমাধান দেখবেন। যদি নিজে চেষ্টা না করেন তাহলে কখনো প্রোগ্রামার হতে পারবেন না।
http://clc-wiki.net/wiki/K&R2_solutions

Wednesday, August 8, 2012

কম্পিউটার ও ওয়েবসাইট সাজানোর এক বিশাল আইকন এর রাজ্য!

যারা নিজের কম্পিউটারের ফল্ডারগুলো অসাধারণ Icon দিয়ে সুন্দর করে সাজাতে চান তারা একটু সময় নিয়ে এদিকে আসুন!!!! কারন তাদের জন্য এলাম আনলিমিটেড icon এর বস্তা
এই সাইট থেকে আপনারা ৩০,০০০ – এর উপর Icon পাবেন। আপনারা এই সাইট থেকে বিভিন্ন Category – এর Icon পাবেন।আপনারা যে কোনো ফরমেটের Icon পাবেন ( যেমন- icon, png, icns) । Category গুলো হল :-
Adobe Icons
Alphabet Icons
Animal Icons
Apple Icons
Application Icons
Art Icons
Avatar Icons
Buildings Icons
Business Icons
Cartoon Icons
Christmas Icons
Computer Icons
Culture Icons
Drive Icons
Easter Icons
Emo Icons
Flag Icons
Folder Icons
Food Icons
Funny Icons
Game Icons
Halloween Icons
Hand-Drawn Icons
Holiday Icons
Kids Icons
Lifestyle Icons
Love Icons
Media Icons
Medical Icons
Mini Icons
Mobile Icons
Music Icons
Nature Icons
Object Icons
People Icons
Photographic Icons
Places Icons
Sci-Fi Icons
Social Network Icons
Sport Icons
System Icons
Technology Icons
Transport Icons
TV & Movie Icons
Vintage Icons
Icons এর রাজ্যে  যাওয়ার জন্য 
এই ওয়েব সাইট ঠিকানায় যান
www.iconarchive.com