Friday, July 5, 2013

প্রয়োজনীয় কিছু টিপস তথ্য

::: প্রয়োজনীয় কিছু টিপস/তথ্য :::
• মনিটরের দিকে টানা আধা ঘন্টার
বেশি তাকিয়ে থাকবেন না।
কিছুক্ষণের জন্য চোখ বন্ধ রেখে চোখকে রেষ্ট
দিন ।
• আপনি যত বড় ক্যাডারই হোন চলন্তগাড়ির
সাথে কখনো ত্যাড়ামি
করতে যাবে ঐ বাণীটা শুনেননি,
”চলন্ত গাড়ি এবং নারী হতে সাবধান।”
ব্যাস্ত রাস্তার মাঝখানে
গিয়ে সামনে পিছে ছোট ছুটি করবেননা। হয় সামনে যাবেন নয়তো থেমে যাবেন।
পেছনের দিকে যাবেননা ।
• বাসে চলা-চলের
ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার
হলো নামার সময়
অবশ্যই বাম পা প্রথমে দিয়ে নামবেন। বাস
যত দ্রুত চলুক
শরীরের কন্ট্রোল রাখতে পারবেন ।
• টি.ভি দেখার সময় বাতি বন্ধ করবেন না।
বাতি বন্ধ থাকলে টি.ভি হতে নিক্ষিপ্ত
ইলেকট্রন সোজা-সোজি আপনার চোখে আঘাত
করে৷
• আপনি যখন মোবাইলে কোন নাম্বার ডায়াল
করেন তখন কানেকশন
পাওয়ার আগ পর্যন্ত মোবাইল তার সর্বোচ্চ
শক্তি ব্যাবহার
করে। অর্থাৎ এসময় মোবাইল থেকে সর্বোচ্চ
রেডিয়েশন হয়। তাই এসময় মোবাইল কানের কাছে না ধরেই রাখাই
ভালো ।

জানিনা  আমার পোস্ট
গুলো  আপনাদের ভাল লাগে কিনা ,যদি ভাল লাগে তাহলে কমেন্টে বলবেন ।

জেনে নিন আপনার সিম এর নাম্বার । (কাজে লাগতে পারে )

আগেই বলে রাখলাম এই পোস্ট তাদের জন্য যারা জানে না / ভুলে গেছে ।
তাই প্লিজ বেড কমেন্ট করবেন না ।
তো শুরু করলাম
◘ বাংলালিংকে নিজের নাম্বার জানতে ডায়েল করুনঃ *৫১১#
◘ গ্রামীনফোনে নিজের নাম্বার জানতে ডায়েল করুনঃ *১১১*৮*২#  বা টাইপ করতে
কষ্ট লাগলে ডায়েল করুনঃ *২#
◘ এয়ারটেলে নিজের নাম্বার জানতে ডায়েল করুনঃ *১২১*৬*৩#
◘ রবিতে নিজের নাম্বার জানতে ডায়েল করুনঃ *১৪০*২*৪#
◘ টেলিটকে নিজের নাম্বার জানতে মেসেজ করুনঃ AR লিখে 222 তে
◘ সিটিসেলে নিজের নাম্বার জানতে ডায়েল করুনঃ এইটা জানি না । কেও জেনে থাকলে
কমেন্টে বলবেন , আপডেট করে দিব ।